সংবাদ সম্মেলনে মেয়র নাছির
চসিকের টাকায় নির্মিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ৫ কোটি টাকা ডিপোজিটও চসিকের

মেয়র আ জ ম নাছির উদ্দীন। ফাইল ছবি

চট্টগ্রাম : ‘চট্টগ্রাম শহর অন্য জেলা থেকে এগিয়ে আছে। ১৭ শতাংশ কর নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা হচ্ছে। ইনটেনশনালি করা হচ্ছে। রাজস্ব আয় না হলে বেতন দিতে পারব না। আনপপুলার করার চেষ্টা চলছে। দেশে অপরাজনীতি আছে আমাকে ব্যর্থ করতে গিয়ে একটি মহল পুরো চট্টগ্রাম শহরকে ক্ষতিগ্রস্ত করছে। সেটি তারা বুঝতে চাইছেন না।’

সোমবার (০৩ এপ্রিল) নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শিক্ষা নীতিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন।

মেয়র আক্ষেপ করে বলেন, আমি মেয়রের চেয়ারে আছি নির্দিষ্ট মেয়াদের জন্য। মেয়াদ শেষ, আমিও শেষ। আবার নির্বাচন হবে। এরপর দল যাকে মনোনয়ন দেবে তিনি নির্বাচিত হবেন। কিন্তু আমি যতদিন আছি আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। চট্টগ্রাম শহর অন্য জেলা থেকে এগিয়ে আছি। ১৭ শতাংশ কর নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা হচ্ছে। ইনটেনশনালি করা হচ্ছে। রাজস্ব আয় না হলে বেতন দিতে পারব না। আনপপুলার করার চেষ্টা চলছে। মনে করা হচ্ছে, আমি ব্যর্থ হওয়া মানে উনাদের সফলতা।

তিনি বলেন, পছন্দের লোকের কাছে অন্যায় করলেও অন্যায় মনে হয় না। আবার পছন্দ না করলে সোনা দিয়ে মুড়িয়ে দিলেও সমালোচনা হয়ে থাকে। বলবে পাঁচ ভরি দিয়েছে, আট ভরি তো দিল না। এটাই হচ্ছে বাস্তবতা।

‍ভুল করলে সাংবাদিকরা তুলে ধরলে ‍হাসিমুখে নেবেন উল্লেখ করে মেয়র বলেন, আনোয়ারা ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন হবে। বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এর জন্য অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এখন থেকে উন্নয়ন করতে না পারলে, চট্টগ্রাম শহরকে ঢেলে সাজাতে না পারলে বিনিয়োগকারীরা আসবে না। অনেকে মনে করছে কীভাবে আ জ ম নাছির উদ্দীনকে বেকায়দায় ফেলা যায়, মানুষকে বিভ্রান্ত করা যায় সেই চেষ্টা করছেন। আমি ভুল করলে সাংবাদিকরা নির্দ্বিধায় আপনারা তুলে ধরবেন। আমার এই সীমাবদ্ধতা, এই ব্যর্থতা। আবার অন্য কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কিছু বললে সেটিও তুলে ধরবেন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন আছে। তবে এটি ঠিক যে জায়গায় বিশ্ববিদ্যালয়টি আছে সেটি চসিকের। স্থাপনা নির্মাণে ব্যয় হয়েছে চসিকের তহবিল থেকে। এমনকি ৫ কোটি টাকা ডিপোজিটও চসিকের হিসাব থেকে দেওয়া হয়েছে। বর্তমানে জায়গা নিয়ে যে মামলা চলছে তাতে সাবেক মেয়র আদালতে যে এফিডেভিট জমা দিয়েছেন তাতে উল্লেখ করেছেন প্রিমিয়র চসিক প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন