করোনায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি চেয়ারম্যানের মৃত্যু

ইমামুল কবীর শান্ত [ছবি: সংগৃহীত]

বেসরকারি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত(৭০) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) শনিবার (৩০ মে) সকাল ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন : আন্দরকিল্লায় শিকার, বায়েজিদের পাহাড়ে ঘায়েল মুদ্রণ ব্যবসায়ী
আরো পড়ুন : করোনায় দেশে ২৩ মৃত ব্যক্তির ৯জনই চট্টগ্রামের

সম্প্রতি কোভিডের লক্ষণ-উপসর্গ থাকায় তাকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। আজ সকালে সিএমএইচের আইসিইউতে তিনি মারা যান।

শেয়ার করুন