ফটিকছড়ি যুবলীগ নেতা মহিন উদ্দিন গ্রেফতার

ফটিকছড়ি যুবলীগ নেতা মহিন উদ্দিন গ্রেফতার

ফটিকছড়িতে যুবলীগ নেতা মহিন উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে পশ্চিম সুন্দর পুর গণি মিয়া সওদাগরের বাড়ির কবীর আহমদের ছেলে।

পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় সন্ত্রাসী হামলা ও মারধরের অভিযোগ এনে এজাহার দায়ের হওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ।

আরো পড়ুন : গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
আরো পড়ুন : পাঁচশত বছরের প্রাচীন নিদর্শন মিরসরাইয়ের ছুটিখাঁ মসজিদ

ফটিকছড়ি থানা পুলিশ জানায়, গত ২৪ মে পশ্চিম সুন্দরপুরের গণি মিয়া বাড়িতে সাগর ও শাহিন নামের দুই যুবককে মারধর করে। এ ঘটনায় মোহাম্মদ নয়ন বাদী হয়ে থানায় মহিন উদ্দিনকে (৩৫) প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার ভুইয়া যুবলীগ নেতা মহিন উদ্দিন ও তার ভাই ইদ্রিসকে গ্রেফতার করেন।

দেলোয়ার ভুইয়া সাংবাদিকদের বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আসামিদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।