খাজা মঈনুদ্দিন চিশতী (রা:) ওফাত দিবসে মেয়র নাছির
ধর্ম মানুষকে বিনয়ী করে, নৈরাজ্যের পথ পরিহারের শিক্ষা দেয়

অলি আল্লাহ পথ অনুসরণ করলে যেমনি নিজেকে শুদ্ধ করা যায় তেমনি ধর্মের নির্দেশও পালন করা যায়। ধর্ম মানুষকে বিনয়ী করে এবং নৈরাজ্যের পথ পরিহার করার জন্য শিক্ষা দেয়।

রবিবার (২ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ের সম্মুখে ভারতের খাজা মঈনুদ্দিন চিশতী (রা:) গরীবে নেওয়াজের ৭৮১তম ওফাত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাওয়ালী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন একথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক সরওয়ার হোসেন, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার প্রমূখ।

অনুষ্ঠানে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা শদর উদ্দীন। দেশ ও জাতির কল্যাণের জন্য তিনি মুনাজাত করেন।

মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, জঙ্গীবাদ নির্মূল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিরোধের জন্য এগিয়ে আসার আহবান জানান। যারা জঙ্গীবাদ বেছে নিয়েছেন তাদেরকেও এ পথ পরিহার করে খাজা গরীবে নেওয়াজের দাওয়াতের পথ অনুসরণ করার আহবান জানান।

খাজা গরীবে নেওয়াজ এ অঞ্চলে শুধু মুসলমানদেরই ধর্মশিক্ষা দেননি মুক্তিকামী মানুষদের সকলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তাই আজ অবধি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণে রেখেছেন। যা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।

পরে মো: কাউয়াল ও তাঁর গোষ্ঠি ভক্তিগান মূলক অনুষ্ঠানে মাধ্যমে আগত শ্রোতাদের মাতিয়ে রাখেন। এরপর সবাইকে নৈশ্যভোজে আপ্যায়িত করা হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন