এনজিও প্রতিষ্ঠানকে পটিয়া ইউএনও’র হুঁশিয়ারি

এনজিও প্রতিষ্ঠানকে পটিয়া ইউএনও’র হুঁশিয়ারি

চট্টগ্রাম : পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পটিয়াস্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান (এনজিও) গুলোকে গ্রাহকদের ঋণের কিস্তি পরিশোধ করতে যাতে চাপ সৃষ্টি না করে সেই বিষয়ে কঠোর হুঁশিয়ার করেছেন।

করোনা পরিস্থিতিতে এনজিওগুলো ঋণগ্রহীতাদের থেকে কিস্তি আদায় করতে পারবেন না, সরকারের এমন নির্দেশনা আগেই এসেছিল।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলা প্রশাসন কার্যালয়ে পটিয়ার ইউএনও ফারহানা জাহান উপমা উপজেলার বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠক করেন।

আরো পড়ুন : ‘করোনা পরিস্থিতির অবনতি হলে সরকার কঠিন সিদ্ধান্ত নিবে’
আরো পড়ুন : করোনার উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের আয়ার মৃত্যু

এসময় ইউএনও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী জুন মাসেও কিস্তি আদায় করতে পারবে না এনজিওগুলো। কোনো এনজিও এ নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো গ্রাহক স্বেচ্ছায় ঋণের কিস্তি পরিশোধ করতে চাইলে তা নিতে কোনো বাধা নেই বলে জানান ইউএনও ফারহানা জাহান উপমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার এনজিও সংস্থার কর্মকর্তা সূর্যের হাসির ব্যবস্থাপক রুপস মুৎসুদ্দি, তাড়ানা ট্রাস্টের নির্বাহী পরিচালক মুহাম্মদ সোলায়মান, পিডিএফের এজিম মুহাম্মদ আবুল হাশেম, মমতার ব্যবস্থাপক মুহাম্মদ ফিরোজ আলী, পদক্ষেপের ব্যবস্থাপক কাঞ্চন কুমার দে, পিডিএফের খোরশেদ আলম, ব্যুরো বাংলাদেশের এসপিও আয়ুব আলী, রিকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সুমন মিয়া, সাজেদা ফাউন্ডেশনের এলআরও মনিরুল ইসলাম, মমতার শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মিজান, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক অলক সরকার, সেবার ব্যবস্থাপক শাহ আলম সেলিম প্রমুখ।

শেয়ার করুন