অতিরিক্ত যাত্রী বহনের দায়ে মিনি বাসকে পটিয়া ইউএনও’র জরিমানা

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে মিনি বাসকে পটিয়া ইউএনও’র জরিমানা

চট্টগ্রাম : স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে যাত্রীবাহী ১টি মিনি বাসকে জরিমানা করেছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। একই সময়ে এ সময় পটিয়া উপজেলার বৈলতলি রোড ও মাজার গেইট এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে দোকান খোলা রাখায় ৩টি দোকানের মালিককে ৫ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন : ফটিকছড়িতে মফিজ মুন্সি নামে এক সার্ভেয়ারের রহস্যজনক মৃত্যু
আরো পড়ুন : করোনা আক্রান্ত কাউকে হেনস্থা করলে ব্যবস্থা নিবে সিএমপি

এ ব্যপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করার অপরাধে যাত্রীবাহী আর.বি পরিবহন নামে ১টি মিনি বাসকে ১০ হাজার টাকা ও সন্ধ্যার পর জনসমাগম করে দোকান খোলা রাখায় ৩টি দোকানের মালিককে ৫ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের প্রত্যেককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

শেয়ার করুন