বাইশারীতে বৃষ্টির পানিতে ভাসছে অস্থায়ী কাঁচাবাজার, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ী

বাইশারীতে বৃষ্টির পানিতে ভাসছে অস্থায়ী কাঁচাবাজার, দুর্ভোগ ক্রেতা-ব্যবসায়ীর

শামীম ইকবাল চৌধুরী নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জনবহুল ও শিল্প এলাকা বাইশারী। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী বাইশারী বাজারের কাঁচা তরকারীসহ অন্যান্য পণ্য সামগ্রীর দোকান গুলো বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে স্থানান্তরিত করা হয় গত ২ মাস আগে।

বর্তমানে প্রতিনিয়ত বৃষ্টির কারনে খোলা মাঠে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের অবর্ণনীয় দর্শদশার সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন : করোনা আক্রান্ত কাউকে হেনস্থা করলে ব্যবস্থা নিবে সিএমপি
আরো পড়ুন : চট্টগ্রামে তিন কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল এস আলম গ্রুপ

ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে এই প্রতিবেদক সরজমিনে অস্থায়ী করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্থাপিত কলেজ মাঠের বাজার পরিদর্শন করে দেখা যায় বর্তমানে অতি বৃষ্টির পানিতে ভাসছে ব্যবসায়ীদের মালামাল। ভিজে নষ্ট হচ্ছে। জনসাধারনের চলাচলে চরম দুর্দশা, কাদা পানিতে একাকার ক্রেতা-ব্যবসায়ী। কাঁচাবাজার ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ দ্রুত অস্থায়ী বাজার সরিয়ে নেওয়ার দাবী জানান প্রশাসনের কাছে।

কাঁচাবাজারের একাধিক ব্যবসায়ী ফরিদুল আলম, ফজল কাদের, নুরুল কাদেরসহ অনেকের সাথে কথা বলে জানা যায়, তারা সরকারের নির্দেশ মোতাবেক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেখানে রয়েছে চরম কষ্টে। এতে তাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে অতি বৃষ্টির কারনে কাদা পানিতে লন্ডবন্ড হয়ে নষ্ট হচ্ছে মালামাল। তাছাড়া পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে বৃষ্টিপাতের কারনে এখন চরম দুর্দশায় পরিনত অস্থায়ী করোনাকালী অস্থায়ী কাঁচাবাজার।

কাঁচাবাজার ব্যবসায়ী কমিটির কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী নেতা আবদুল করিম বান্টু জানান, দ্রুত কাঁচাবাজার সরিয়ে না আনলে ব্যবসায়ীদের বিশাল ক্ষতির সম্ভাবনা রয়েছে। যেহেতু আগামীতে বৃষ্টি আরো বেড়ে যেতে পারে। এখনও অনেক মালামাল নষ্ট হয়ে গেছে।

বাইশারী বাজার সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর বলেন, অস্থায়ী বাজারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে জানানো হয়েছে। অচিরেই যে কোন একটা সমাধান হয়ে যাবে বলে আশা করেন।

বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, ব্যবসায়ীদের কথা চিন্তা করে অস্থায়ী বাজারের বিষয়টি ইউ এন ও স্যারকে জানানো হয়েছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি মুঠোফোনে জানান, বাজার সভাপতি ও চেয়ারম্যান অস্থয়ী বাজারের বিষয়টি তাকে জানিয়েছেন। অচিরেই সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। এবিষয়ে তিনি চেয়ারম্যান এর সাথে কথা বলবেন বলে জানান।