চট্টগ্রামে নতুন আরো ১৪০ জন করোনা আক্রান্ত

প্রতীকী ছবি

চট্টগ্রাম : মহামারি করোনা পরীক্ষায় আরও ১৪০ জনের শরীরে করোনা জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮০৬ জন। শুক্রবার (৫ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। করোনা আক্রান্তদের মধ্যে ৭২ জন চট্টগ্রাম নগরের এবং ৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরো পড়ুন : করোনায় ২৪ ঘণ্টায় ৩৫ মৃত্যু, শনাক্ত ২৬৩৫
আরো পড়ুন : শিবির ক্যাডারের দুই সহযোগি অস্ত্র ও মাদকসহ গ্রেফতার চট্টগ্রামে

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ৫৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৫২ জন। মোট আক্রান্তের ৭৪ শতাংশ মহানগর এবং ২৬ শতাংশ বিভিন্ন উপজেলা বাসিন্দা।

শেয়ার করুন