পাকিস্তানকে পুনরায় লকডাউনের পরামর্শ দিয়েছে হু

করোনার সংক্রমণ বেড়ে যাওয়া পাকিস্তানকে পুনরায় লকডাউনে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিকে দুই সপ্তাহ লকডাউন এবং দুই সপ্তাহ লকডাউন শিথিল চক্র চালুর পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদকে লেখা চিঠিতে এ পরামর্শ দেওয়া হয়েছে।

পাকিস্তানে করোনা শনাক্ত পরীক্ষার হার তুলনামুলকভাবে কম। দেশটিতে শনাক্ত পরীক্ষা করা প্রতি চার জনে এক জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

প্রধানমন্ত্রী ইমরান খান দেশব্যাপী লকডাউন বহাল রাখার পক্ষে নন। তার দাবি, লকডাউনের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হবে, তার চাপ পাকিস্তান সইতে পারবে না। তবে দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ২ হাজার ১৭২ জন আক্রান্ত।

৭ জুন লিখিত চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাকিস্তান প্রধান পালিথা মাহিপালা বলেছেন, রমজানের শেষ দিকে পাকিস্তান ব্যবসা প্রতিষ্ঠান খোলা, মানুষ জমায়েতের ওপর বিধিনিষেধ আরোপের দিকে মনোযোগ দেয়নি। এরপর থেকেই দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে।

তিনি লিখেছেন, ‘আজ পর্যন্ত পাকিস্তান লকডাউন শিথিলের কোনো পূর্বশর্তই পালন করেনি।’