সত্যের কন্ঠস্বর বাংলাদেশ ও সেনাবাহিনীর উদ্যেগে আলুটিলা পর্যটন কেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান

‘সত্যের কন্ঠস্বর বাংলাদেশ’ নামে একটি সেবামূলক ও সামাজিক সংগঠন ও খাগড়াছড়ি সেনাবাহিনীর উদ্যোগে মঙ্গলবার (৪ এপ্রিল) পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি সরকারী কলেজ প্রাঙ্গন হতে শুরু করে চেঙ্গী স্কয়ার মোড় প্রদক্ষিন করে পৌর বাস টার্মিলনাল হয়ে আলুটিলা পর্যটন কেন্দ্রের পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

সত্যের কন্ঠস্বর বাংলাদেশ’র জেলা আহবায়ক মো: সোহাগ রানার নেতৃত্বে সরকারী কলেজের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তাসহ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহন করে।

সত্যের কন্ঠস্বর বাংলাদেশ সংগঠন টি ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিবিন্ন জেলায় মাদক, সন্ত্রাস, চাদাঁ বাজি ও যৌতুক বিরোধী কার্যক্রমের পাশাপাশি জনস্বার্থে জনসচেতনতা, ব্লাড ফাউন্ডেশন,বৃক্ষরোপন, শিক্ষামূলক কার্যক্রমের মত অনেক জনহিতকর কাজ করে আসছে।

শেয়ার করুন