সেবক হিসেবে কাজ করতে চাই : রাসিক মেয়র

‘আগামী ১৫ মাস মধ্যে আমার দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি অর্ধেক হলেও পূরণ করবো। এজন্য প্রয়োজনে ৫ গুণ বেশি পরিশ্রম করবো। সিটি করপোরেশন যে অচল অবস্থা ছিল তা দূর করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবো। আমি মেয়র না, সেবক হিসেবে কাজ করতে চাই। স্থানীয় সরকারকে অবমূল্যায়ন করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে নিয়ে যাবো।’

দ্বিতীয় দফার সাময়িক বহিষ্কারাদেশ আদালতের নির্দেশে স্থগিত হওয়ার পর বুধবার (৫ এপ্রিল) সকালে নিজ কার্যালয়ে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলাপকালে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এসব কথা বলেন।

মেয়র বুলবুল বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রাজনৈতিক যে অবস্থান সে অবস্থানের কারণে আমরা আমাদের গণতন্ত্রকে বিবর্ণ অবস্থায় দেখছি। আমরা চাই এ গণতন্ত্র সুস্থ সবল এবং গ্রিন সিটির মতো হোক। আমরা চাই এ গণতন্ত্র সাধারণ মানুষের কাছে শ্রদ্ধার একটা জায়গা তৈরি হোক। আমরা চাই রাসিকের যে ঐতিহ্য তা ফিরিয়ে আনা। গত ২ বছরে রাসিকের নিয়মকে ভেঙে রাসিককে একটা অচল অবস্থার তৈরি করা হয়েছে। আগামী ১৫ মাসে এ অচলাবস্থার অবসান করা হবে আর এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।’

তিনি আরও বলেন, ‘আমার প্রথম চ্যালেঞ্জ হবে এই সিটি করপোরেশনে একটা সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করা। যে সম্পর্ক নষ্ট হয়েছিল, যে সম্পর্কে ঘুনে ধরেছে সে সম্পর্ক তৈরি করা। এই রাজশাহীতে আবার স্বৈরাচরী মনোভাব ছেড়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা। এটিই হবে আমার বড় চ্যালেঞ্জ।’

সরকারের সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বহিষ্কার হওয়ার আগে সরকারের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছিলাম দায়িত্ব নেওয়ার পর আবারও তা পাবো বলেই আশা করি।’

কার্যালয়ে যাওয়ার পর মেয়র প্রথম কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করেছেন। এরপর বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলছেন। আর আগামী শনিবার (৮ এপ্রিল) সিটি করপোশনের কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।

প্রসঙ্গত, মোসাদ্দেক হোসেন বুলবুল ২০১৩ সালের ১৫ জুন রাসিক মেয়র নির্বাচিত হন। ১৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালের ১৫ জুন তার পাঁচ বছর মেয়াদ শেষ হবে। কিন্তু নাশকতার মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় ২০১৫ সালের ৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়। এ নিয়ে আইনি লড়াই শেষে রবিবার (২ এপ্রিল) নগরভবনে ফিরে দায়িত্ব পালনের প্রস্তুতি গ্রহণের সময় আগের অভিযোগপত্রের ভিত্তিতে তাকে ফের বরখাস্ত করা হয়। ওই বরখাস্ত আদেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন তিনি। পরে আদালত বরখাস্তাদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।

শেয়ার করুন