খাগড়াছড়ি পৌরসভা ও জেলা পরিষদ : দুর্নীতি খতিয়ে দেখছে দুদক

খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি টিম।

রাঙামাটি সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সফিকুর রহমান ভুইয়া জানান, খাগড়াছড়ি পৌরসভার ১০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হওয়া খাগড়াছড়ি বাজার টু চেংগী স্কয়ার রাস্তা ও ড্রেনেজ প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তিনি তা অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গড়া তদন্ত টিম নিয়ে তদন্ত করছেন।

এছাড়া সহকারী উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত ৫ বছরে জেলা পরিষদের শত কোটি টাকার খাদ্য শষ্যের বিনিময়ে বাস্তবায়িত হওয়া প্রকল্পগুলোতে অনিয়ম হয়েছে কিনা তদন্ত করে দেখছেন এবং সহকারী পরিচালক প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের বাস্তবায়িত ১৫টি উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা তা তদন্ত করছেন।

উপ-পরিচালক মো. সফিকুর রহমান ভুইয়া আরও জানান, তদন্ত শেষে যদি দুর্নীতির প্রমাণ মিলে তাহলে মামলা হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘দুদকের টিম গত তিনদিন ধরে বিভিন্ন প্রকল্পের বিষয়ে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরিক্ষা করছে। আমরা তদন্তকারী দলকে সব ধরনের সহযোগিতা দিচ্ছি। দুর্নীতির প্রমাণ মিললে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবে দুদক।’

খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বলেন, ‘পৌরসভার সংশ্লিষ্ট শাখা তদন্তকারী দলকে সব ধরনের নথি-পত্র দিয়ে সহযোগিতা করছে। আশা করছি আমার প্রকল্পে কোনও অনিয়ম বা দুর্নীতি হয়নি।’

শেয়ার করুন