চিকিৎসকপত্নী শাকিলার কোলজুড়ে ‘একুশ’র ঠিকানা

চট্টগ্রাম : ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক ‘একুশ’ অবশেষে নিঃসন্তান চিকিৎসকপত্নী শাকিলা আক্তারের কোলে ঠাঁই পেয়েছে।

বুধবার (৫ এপ্রিল) চট্টগ্রামের বিশেষ শিশু আদালত ও প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালত ডা. জাকিরুল ইসলাম ও শাকিলা দম্পতির কাছে একুশকে হস্তান্তর করেন।

এর আগে আদালতের নির্দেশ অনুযায়ী শিশুটির নামে ১০ লাখ টাকার শিক্ষাবীমা কাগজপত্র জমা দেন এই দম্পতি।

আদালতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. দেবাশীষ চৌধুরী একুশকে তার জিম্মা থেকে ওই দম্পতির হাতে তুলে দেন।

গত ২৯ মার্চ চার দফা শর্ত জুড়ে দিয়ে নিঃসন্তান থাকা শাকিলার জিম্মায় একুশকে দেওয়ার আদেশ দেন আদালত।

এ প্রসঙ্গে শিশু আদালতের পিপি এমএ ফয়েজ জানান-‘শিক্ষাবীমা জমা দেওয়ায় আদালতের নির্দেশে শিশু একুশকে ডা. জাকিরুল-শাকিলা দম্পতির জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।’

শিশু একুশকে জিম্মায় নিতে ১৬ জন নারী ও পুরুষ আদালতে আবেদন করেছিলেন। তিনজন অনুপস্থিত থাকায় ১৩ জনের শুনানি গ্রহণ করেন আদালত। এদের মধ্যে ৮ জনই নিঃসন্তান ছিলেন।

শেয়ার করুন