ময়মনসিংহের ৬ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ছয় রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার(৬ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়।

গ্রেফতারি পরোয়ানা জারির পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। এ সময় আসামি পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ন ও মাসুদ রানা উপস্থিত ছিলেন।

পরে রেজিয়া সুলতনা চমন সাংবাদিকদের বলেন, এ মামলার মোট আসামি ১১ জন। এরমধ্যে পাঁচজন গ্রেফতার আছেন, বাকি ছয়জন পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এ মামলার গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন- মো. খলিলুর রহমান, মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. রইছ উদ্দিন, আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন। এ মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ১১ জনের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সাধুয়া ও টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো যুদ্ধাপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।

শেয়ার করুন