নারী ইউপি সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

দুদক লোগো

ঢাকা: চাল আত্মসাতের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোছা. ফজিলার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন বাদী হয়ে একই কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

আরো পড়ুন: করোনায় বিএনপির ৭৩ নেতাকর্মীর মৃত্যু, আক্রান্ত ২৮৪

ফজিলার বিরুদ্ধে দুস্থদের উন্নয়নের জন্য বরাদ্দ ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির আট বস্তা (২৪০ কেজি) চাল আত্মসাতের অভিযোগ রয়েছে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্ এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মোছা. ফজিলা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ও অপরাধমূলক বিশ্বাসভঙের মাধ্যমে ভিজিডি কর্মসূচির আট বস্তা (২৪০ কেজি) চাল আত্মসাৎ করেন। তাই তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন