জেলা সম্মেলনে মাওলানা আজাদ
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণ করা হবে

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সম্মেলনে বক্তব্য রাখছেন নায়েবে আমীর মাওলানা আবদুল হক আজাদ। ছবিঃ নয়াবাংলা

হাটহাজারী প্রতিনিধিঃ মুসলমান রাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রীক দেবীর মূর্তি কোন মুসলমান মেনে নিতে পারে না। মূর্তি কেবল ইসলামের সাথেই সাংঘর্ষিক নয় এটা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যর জন্য চরম হুমকির। অতএব যেকোনো মূল্যে এ মূর্তি অপসারণ করতে হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলার জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আবদুল হক আজাদ এসব কথা বলেন।

জেলা সভাপতি আলমগীর হোসাইন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জে এম রুহুল আমীন, বিশেষ বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ মুস্তাকিম বিল্লাহ।

প্রধান বক্তা তার আলোচনায় বলেন, ভারতের সাথে সামরিক চুক্তি সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে গ্রীক দেবীর মূর্তি স্থাপনে দেশব্যাপী মঙ্গল শোভাযাত্রাসহ দেশ ও ইসলাম বিরোধী যেকোনো যড়যন্ত্রর বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার আহবান জানান।

উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী, ফতেপুর মাদ্রাসার মুহাতামিম আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আনাস সুলতানী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হাটহাজারী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ শিব্বির আল হোসাইনসহ সাবেক জেলার দায়িত্বশীল ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন