সুস্থ হয়ে ফিরেছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ

সুস্থ হয়ে ফিরেছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ

বান্দরবান : এক সপ্তাহ করোনা ও অন্যান্য শারীরিক চিকিৎসা শেষে বান্দরবানে নিজ বাসায় ফিরলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ।

সোমবার (২৯ জুন) চট্টগ্রাম জিইসির মোড়ের মেডিকেল সেন্টার হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর ছাড়পত্র নিয়ে বাড়ি আসেন।

সূত্রে জানা যায়, গত ১৭ জুন স্বপরিবারে করোনা আক্রান্ত হয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ। এরপর তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে তার ডায়বেটিস বেড়ে যাওয়ায় এবং ফুসফুসে কফ জমে যাওয়ায় ২২ জুন সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এক সপ্তাহ চিকিৎসা শেষে আজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশকে ছাড়পত্র দিয়ে বাড়ী যেতে অনুমতি দেন চিকিৎসকরা।

পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়েছেন তবে শারীরিকভাবে দুর্বল থাকার কারণে আগামী আরো কয়েকদিন তাকে বাসায় বিশ্রাম নিতে হবে।

তিনি আরো জানান, পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আগের মত বান্দরবানের বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসবেন। তিনি বান্দরবানবাসীর কাছে তার সুস্থতা কামনায় আর্শীবাদ কামনা করেছেন।