অনলাইনে পরিচয়, দেখা করতে গিয়ে অপহরণের শিকার

আটক মাকসুদা শেখ

চট্টগ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া এক নারীর সঙ্গে দেখা করতে গিয়ে অপরহরণের শিকার হয়েছেন এক যুবক। অপহরণের পর ওই যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছিল প্রতারক চক্র। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অপহৃত ওই যুবককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৯ জুন) অপহরণ চক্রের এক সদস্যকে আটক ও ভিকটিমকে উদ্ধারের বিষয়টি জানায় র‌্যাব-৭। আটক মাকসুদা শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার সাইনবোর্ড এলাকার জাফর শেখের মেয়ে বলে জানিয়েছে র‌্যাব।

আরো পড়ুন: করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সবোর্চ্চ আক্রান্ত ৪৪৫

অপহরণ চক্রের সঙ্গে জড়িত মাকসুদা শেখ (২৪) নামে এক নারীকে আটক করেছে। তবে অপহরণ চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া এ নারীর সঙ্গে দেখা করতে গিয়ে অপরহরণের শিকার হয়েছিলেন এক যুবক। তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল। অভিযোগ পেয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

শেয়ার করুন