ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশের ‘মিডিয়া ওয়ার্ল্ডের অধীনস্থ জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক লতিফুর রহমান মারা গেছেন। বুধবার (১ জুলাই) বেলা দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ বাড়িতে মারা তিনি যান। দুই বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। আর বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন।

মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০১২ সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।

আরো পড়ুন : সৌদি প্রবাসিদের প্রিয় চিকিৎসক ফারহানার মৃত্যু করোনায়
আরো পড়ুন : সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ করলেন তথ্যমন্ত্রী

মৃত্যুর সময়ে লতিফুর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার আরেক মেয়ে শাজনীন রহমান ১৯৯৮ সালে গুলশানের বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

আজকের এই দিনে চার বছর আগে লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন জঙ্গিদের হাতে নিহত হন হলি আর্টিজানে হওয়া জঙ্গি হামলায়।

শেয়ার করুন