পাহাড় কাটার অভিযোগ : পুলিশ কর্মকর্তাকে ৬ লাখ টাকা জরিমানা

উপ-পরিদর্শক রিতেন সাহা

চট্টগ্রাম : পাহাড় কাটার অভিযোগে সিএমপি পুলিশের উপ-পরিদর্শক রিতেন সাহাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১ জুলাই) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানীতে এ আদেশ দেন অধিদপ্তরের পরিচালক নূরুল্লাহ নূরী।

রিতেন সাহা বর্তমানে সিএমপির পাঁচলাইশ থানায় কর্মরত। কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নানুয়ার বাজার এলাকার মৃত রঞ্জিত কুমার সাহার ছেলে রিতেন সাহা।

আরো পড়ুন : করোনা চিকিৎসায় দ্বার খুলল সিএমপির ফিল্ড হাসপাতাল

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরীর বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর গ্রিন ভিউ আবাসিক এলাকা সংলগ্ন নাগিনী পাহাড়ের পূর্ব পাশ এলাকায় পাহাড় কাটছিল রিতেন সাহা। গত ১০ মে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পান। এরপর শুনানীতে আসার জন্য রিতেন সাহাকে নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর। ১ জুলাই এসআই রিতেন সাহার উপস্থিতিতে শুনানী শেষে তাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদানের আদেশ দেন পরিচালক নূরুল্লাহ নূরী। আগামী ৭ দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ কোষাগারে জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়।

এ ব্যাপারে পরিচালক নূরুল্লাহ নূরী বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি পুলিশ সদস্য। তিনি শুনানীতে উপস্থিত থেকে পাহাড় কাটার বিষয়টি স্বীকার করেছেন। প্রায় ৬ হাজার ঘনফুট পাহাড় কাটায় তাঁকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেয়া হয়।’

শেয়ার করুন