রামুর দোকানে বিক্রি হচ্ছে ত্রাণের চাল

রামুর দোকানে বিক্রি হচ্ছে ত্রাণের চাল

কক্সবাজার : এবার রামু উপজেলার কাউয়ারখোপ বাজার এর মোহাম্মদ হারুন সওদাগরের মুদির দোকানেও সরকারী ত্রাণের চাল বিক্রি হচ্ছে। যার গোপন সংবাদ শুনে ওই দোকান থেকে ওয়াল্ড ফুড কর্তৃক দেওয়া চাউল ও বিস্কুট এর কার্টুন উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১৭ বস্তা চাউল ও ৭ কার্টুন বিস্কুট উদ্ধার করেন।

আরো পড়ুন : পুদিনা পাতার যত গুণ
আরো পড়ুন : বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানো যাবে

এসময় রামু থানা পুলিশ অফিসার গনেশ অভিযানে উপস্থিত ছিলেন।

বর্তমানে উদ্ধার হওয়া চাউল ও বিস্কুট রামু উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে রয়েছে।

এই ঘটনায় এলাকার জন সাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউপি মেম্বার হাবিব উল্লাহ, আবদুল্লাহসহ প্রত্যক্ষদর্শীরা জানান, এনজিও সংস্থা কর্তৃক অসহায়দের জন্য দেওয়া চাউল ও বিস্কুট চেয়ারম্যান মোস্তাক কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ থেকে আত্মসাৎ করার জন্য সরিয়ে নেয়। এব্যাপারে কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ ত্রানের চাউল আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন।