চট্টগ্রামে করোনা উপসর্গে চিকিৎসাধীন এক আইনজীবীর মৃত্যু

এডভোকেট আবুল কালাম আজাদ

চট্টগ্রাম : নগরীর জেনারেল হাসপাতালে করোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমণের উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ (৭৩) নামে এক সিনিয়র আইনজীবীর মৃত্যু হয়েছে।

তিনি চট্টগ্রাম জেলা জজ কোর্টের এক এক জন সিনিয়র আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন : ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
আরো পড়ুন : চট্টগ্রামে আরও ২৬৩ করোনা রোগী শনাক্ত

শুক্রবার (৪ জুলাই) মধ্যরাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসা অবস্থয় মারা যান তিনি।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আবুল কালাম আজাদ নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

জানা যায়, আবুল কালাম আজাদ নিউরো রোগে আক্রান্ত ছিলেন। গত ২৩ জুন তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ জুন যখন ওনাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে শুক্রবার রাত পৌনে ১২টায় তিনি মারা যান।

মোহাম্মদ আবুল কালাম আজাদ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। দুই ছেলে ও এক মেয়ের জনক আবুল কালামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে। শনিবার দুপুরে নিজ গ্রামে জানাজাশেষে তাকে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

শেয়ার করুন