মেহেদী হত্যা মামলার প্রধান আসামি ফের অস্ত্রসহ গ্রেফতার

তালিকাভুক্ত সন্ত্রাসী সাদ্দামের বিরুদ্ধে ১৩ মামলা

গোলাম রসূল প্রকাশ সাদ্দামকে (৩৫)

চট্টগ্রাম : যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার প্রধান আসামি গোলাম রসূল প্রকাশ সাদ্দামকে (৩৫) ফের অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ভোরে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। সাদ্দাম নোয়াখালী জেলার সেনবাগ বালিয়াকান্দি এলাকার গোলাম মোস্তফার ছেলে। সে বায়েজিদ এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে। বায়েজিদ থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নোয়াখালী ও চট্টগ্রামে ১৩টি মামলা রয়েছে।

আরো পড়ুন : বিএনপি নেতারা আইসোলেশনে থেকে সরকারের দোষ ধরে : তথ্যমন্ত্রী
আরো পড়ুন : নারী উদ্যোক্তাকে ব্যবসার মূলধারায় সম্পৃক্ত করতে হবে

পুলিশ ও স্থানীয়রা জানান, হত্যাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম ২০১৬ সালে মেহেদী হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিল। চার মাস আগে জামিনে বেরিয়ে এসে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে পুনর্গঠন করে নিজস্ব বাহিনী। আবারও শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড। বায়েজিদ বোস্তামি জোনের এসি পরিত্রাণ তালুকদার বলেন, ‘সাদ্দামকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়ছে। তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’

২০১৫ সালের ১ সেপ্টেম্বর রাতে নগরীর শেরশাহ কলোনির বাসায় ফেরার পথে যুবলীগ নেতা মেহেদী হাসান বাদলকে গুলি করে খুন করে দুর্বৃত্তরা। মেহেদী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। হত্যাকাণ্ডের পর মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম বায়েজিদ বোস্তামি থানায় সাদ্দামকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন