করোনায় একদিনে আরও ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১

প্রতীকী ছবি

মহামারি করোনায় আক্রান্ত মানুষের মৃত্যু থামছে না। প্রাণঘাতি করোনা প্রতিদিন কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। আজও ৪৪ প্রাণ-প্রদীপ নিভিয়ে দিয়েছে করোনা। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৯৬ জন কোভিড রোগী মারা গেলেন। একই সময়ে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২০১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। আবার গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন এবং মোট সুস্থ ৭৬ হাজার ১৪৯ জন।

আরো পড়ুন : নারী উদ্যোক্তাকে ব্যবসার মূলধারায় সম্পৃক্ত করতে হবে : ড. জামালউদ্দিন
আরো পড়ুন : চট্টগ্রামে করোনা রোগী ১০ হাজার ছাড়ালো, একদিনে মৃত্যু ৬

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

শেয়ার করুন