তুরস্কের পক্ষে সিভিল সার্জনের কাছে চিকিৎসা সামগ্রী প্রদান

করোনাকালে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করবে : অনারারী কনসাল

করোনাকালে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করবে : অনারারী কনসাল

চট্টগ্রাম : কোভিড-১৯ মোকাবিলায় তুরস্ক ইন্টারন্যাশনাল কোঅপারেশন এন্ড কোঅর্ডিনেশন (টিকা) এজেন্সী কর্তৃক তুরস্কের জনগণের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য চিকিৎসা সহায়ক সামগ্রী সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে প্রদান করা হয়েছে।

আরো পড়ুন : পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত
আরো পড়ুন ; মুফতি ওবায়দুল হক নঈমীর ইন্তেকাল

সোমবার (৬ জুলাই) বেলা ১২টায় এক অনুষ্ঠানের মাধ্যমে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন এ.কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারী ও চট্টগ্রামস্থ তুর্কি কনসুলেটের অনারারী কনসাল জেনারেল সালাহউদ্দিন কাশেম খান।

চিকিৎসা সহায়ক সামগ্রীর মধ্যে রয়েছে-সার্জিকেল মাস্ক ৫ হাজার পিস, পিপিই ১ হাজার পিস, এন৯৫ মাস্ক ১ হাজার পিস, গগলস ১ হাজার পিস ও পোর্টেবল ভেন্টিলেটর (বিপেপ মেশিন) ২টি।

চিকিৎসা সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রামস্থ তুর্কি কনসুলেটের অনারারী কনসাল জেনারেল সালাহউদ্দিন কাশেম খান বলেন, বৈশ্বিক এ করোনাকালে ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের পক্ষ থেকে এ ধরণের সহযোগিতা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বর্তমান সংকটকালে সহযোগিতার হাত প্রসারিত করায় অনারারী কনসাল জেনারেল এর মাধ্যমে তুরস্কের জনগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

চিকিৎসা সহায়ক সামগ্রী হস্তান্তর অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. অসীম কুমার নাথ (উপ-পরিচালক), ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, মেডিকেল অফিসার (সিএস) ডা. ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও কোভিড-১৯ এর ফোকাল পারসন ডা. মোহাম্মদ নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক সুজন বড়ুয়া, জেলা স্টোর ইনচার্জ জাহিদুল ইসলাম, স্টোর কিপার শহীদুল আলম, এ.কে খান ফাউন্ডেশনের মূখ্য সমন্বয়ক আবুল বাশার, ম্যানেজার ইঞ্জিনিয়ার কে.এম রেজাউর রহমান, টিকা প্রতিনিধি মঞ্জুর এলাহি, কো-অর্ডিনেটর ড. ইসমাইল গুনদৌদু, কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম দয়াল প্রমূখ।

শেয়ার করুন