বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মা রাজিয়া কবীরের ইন্তেকাল

রাজিয়া কবীর

চট্টগ্রাম : নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের মির্জারপুল সংলগ্ন ইক্যুইটি ভিলেজ নিবাসী ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের মাতা সদ্য কোভিড-১৯ বিজয়ী আলহাজ্ব রাজিয়া কবীর (৭৩) ইন্তেকাল করেছেন।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১২টায় নগরীর মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি — রাজিউন)।

আরো পড়ুন : হেফাজতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাশত করা হবে না
আরো পড়ুন : রামুতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, একপুত্র, পুত্র বধু, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় মির্জারপুলস্থ বাসার সামনে প্রথম নামাজে জানাজা ও দুপুর পৌনে ২টায় নগরীর গণি বেকারী সংলগ্ন হযরত মিছকিন শাহ (রঃ) এর মাজার প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাযাশেষে সেখানকার কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়।

জানাজায় চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে মরহুমার কবরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন শোকাহত একমাত্র পুত্র ডা. হাসান শাহরিয়ার কবীর।

শোক : চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের মাতা করোনা বিজয়ী আলহাজ্ব রাজিয়া কবীরের মৃত্যুতে শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. অসীম কুমার নাথ, বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কমরুল আযাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক সুজন বড়ুয়া, জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, সকল মেডিকেল অফিসার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

শেয়ার করুন