করোনা : লাইফ সাপোর্টে সিএমপি’র ডিসি মিজানুর রহমান

উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি বর্তমানে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

করোনা মহামারির পর থেকেই নগরবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে তিনি বিশেষ দায়িত্বশীল ভূমিকা রেখেছিলেন। জনসাধারণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী, ত্রাণ বিতরণসহ আরও বিভিন্ন ক্ষেত্রে ডিসি মিজান সরাসরি মাঠপর্যায়ে থেকে তদারকি করেছেন।

আরো পড়ুন : সব পচে গেছে_একটা বিরাট পরিবর্তন দরকার
আরো পড়ুন : করোনা উপসর্গ নিয়ে মৃত্যুতেও সাংবাদিক পরিবার পাবে ৩ লাখ টাকা

সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, গত ২৩ জুন শরীরে করোনা ধরা পডার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি আরও বলেন তাঁর শারীরিক সুস্থতা কামনায় সিএমপি কমিশনার স্যার নজগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন