আল মানাহিল নার্চার হাসপাতাল পেলো ২টি হাইফ্লো নেজাল কেনোলা

আল মানাহিল নার্চার হাসপাতাল পেলো ২টি হাইফ্লো নেজাল কেনোলা

চট্টগ্রাম : করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য সদ্য চালু করা আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে ২টি হাইফ্লো নেজাল কেনোলা মেশিন প্রদান করেছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

বুধবার (৮ জুলাই) হালিশহরস্থ এ হাসপাতালে মাহবুবুল আলমের পরিবারের পক্ষে এ ২টি মেশিন হস্তান্তর করেন চেম্বার পরিচালক ও কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী (স্বপন)।

আরো পড়ুন : চট্টগ্রামের বিএসআরএম কারখানা থেকে গ্রেনেড উদ্ধার
আরো পড়ুন : চট্টগ্রামে তৈরি হবে জ্বালানী সাশ্রয়ী প্রাইভেটকার

উল্লেখ্য, করোনা ভাইরাস আক্রান্তে বর্তমানে রাজধানী ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান। বর্তমানে করোনার প্রাদুর্ভাবের কারণে এ অঞ্চলে সাধারণ জনগণ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও তাঁর পরিবার কিছুদিন পূর্বেও চকবাজারস্থ সার্জিস্কোপ হাসপাতালে ২টি হাইফ্লো নেজাল কেনোলা মেশিন প্রদান করেছেন।

এ প্রসংগে মাহবুবুল আলম বলেন, করোনা আক্রান্ত সাধারণ মানুষের চিকিৎসায় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের সকল বিত্তবানদেরও এ জাতীয় সহায়তামূলক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।

শেয়ার করুন