শিক্ষার্থীদের বাড়ি ভাড়া মওকুফের আহবান মানববন্ধনে

শিক্ষার্থীদের বাড়ি ভাড়া মওকুফের আহবান মানববন্ধনে

চট্টগ্রাম : দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেকুর রহমান আরেক বলেছেন, করোনা মহামারীর কারণে বিগত চার মাস যাবত আয় রোজগার বন্ধ হয়ে গেছে। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর এলাকায় এসে হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। কিন্তু করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিলেও শিক্ষার্থীরা বাসা ভাড়া, মেসে অবস্থন করছেন আবার অনেকে ভাড়া দিতে না পেরে গ্রামে চলে গেছেন। এমতবস্থায় যে শিক্ষার্থীরা এখনো বাসা ছেড়ে যাননি, তাদের কাছ থেকে বাসা ভাড়া, মেস ভাড়া আদায়ে বাড়িওয়ালারা চাপ প্রয়োগ করছে। যা অত্যন্ত অমানবিক, আমরা বাড়িওয়ালাদের আহবান জানাবো যে সব শিক্ষার্থী আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। এ সময়ে পাশে দাড়িয়ে তাদের ভাড়া মওকুফ করে মানবিকতার পরিচয় দেওয়ার জন্য। তাহলে আজকের যারা শিক্ষার্থী তারা আগামী দিনে আপনাদের থেকে মানবিকতার শিক্ষা পেয়ে ভবিষ্যতে তারাও মানবিক মানুষ হতে পারবে।

আরো পড়ুন : চট্টগ্রামে তৈরি হবে জ্বালানী সাশ্রয়ী প্রাইভেটকার
আরো পড়ুন : আল মানাহিল নার্চার হাসপাতাল পেলো ২টি হাইফ্লো নেজাল কেনোলা

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সাধারণ শিক্ষার্থীদের বাসা ভাড়া, মেস ভাড়াসহ অনান্য সুবিধা দিয়ে বাড়িওয়ালাদের মানবিকতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের মানবন্ধনে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহবান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মো. রুহুল্লাহ সিকদার রাজীব, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল কাইয়ুম সিফাত, মো. মোখতার, মো. ইমন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা জাওয়াদ হোসেন, জাহেদুল হক, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা শফিউল আলম মুন্না, জনি চৌধুরী, মো. রিজভী, মো. ফয়সাল, আনোয়ারা সরকারী কলেজ ছাত্রলীগ নেতা গোবিন্দ দত্ত, মো. সাব্বির, মো. জনি, এস এম মাহীর লিটন প্রমুখসহ দক্ষিণ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আরমান উদ্দীন মুন্না মানবন্ধনে অংশ নিয়ে তাদের পারিবারিক মালিকাধীন বাসায় থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিন মাসের বাসা ভাড়া মওকুফ করার ঘোষণা দেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় মানবধিকার সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি জাহাঙ্গীর আলম, ডিজিটাল পাবলিটি বাংলাদেশের সংগঠক সাংবাদিক স.ম জিয়াউর রহমান ও সেলিম উদ্দীন প্রমুখ।

শেয়ার করুন