ফেসবুকে শিক্ষা উপমন্ত্রী নওফেলকে নিয়ে কটূক্তি, যুবক রিমান্ডে

এনামুল হক

চট্টগ্রাম : শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ায় এনামুল হক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় নতুন ব্রীজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আরো পড়ুন : ঈদের আগে ৫, পরে ৩ দিন গণপরিবহন বন্ধ
আরো পড়ুন : সিএমপির বন্দর জোনের তিন থানায় নতুন ওসি

এর আগে গত ১৩ জুলাই এনামুল হকের বিরুদ্ধে ইসমাঈল হোসেন নামের এক ছাত্রলীগ নেতা বাকলিয়া থানায় মানহানির মামলা করেন। এ মামলায় এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এনামুল হক বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার মো. শরীফের পুত্র।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে মানহানিকর একটি পোস্ট দেয় এনামুল নামের এক যুবক। এ ঘটনায় অপর এক যুবক এনামুল হকের বিরুদ্ধে একটি মামলা করলে মঙ্গলবার সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে বুধবার আদালতে পাঠানোর পর আবেদনের প্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন ওসি।

শেয়ার করুন