ফুটবল খেলোয়াড়দের মাঝে চসিক মেয়রের অর্থ সহায়তা

ফুটবল খেলোয়াড়দের মাঝে চসিক মেয়রের অর্থ সহায়তা

চট্টগ্রাম: করোনার এই দূর্যোগকালে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে ১২০জন খেলোয়াড়ের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস কনভেনশন হলে এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

মেয়র বলেন, ক্রীড়াঙ্গনে যারা পেশাদার করোনা তাদের জীবনকে দূর্বিসহ করে তুলেছে। আজ খেলাধুলা নেই। ক্রীড়াঙ্গণ ধু ধু করছে। খেলোয়াড়, কোচ ও সংগঠকদের রুটি-রুজির পথ বন্ধ। অথচ এদের অনেকেই ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক সম্মান বয়ে এনে জাতির মুখ উজ্জ্বল করেছে। এই দূর্যোগকালীন সময়ে কিছুটা সহায়তায় আপনাদের কষ্ট লাঘব হলে সাহস ফিরে আসবে।

এসময় প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপন, মোহাম্মদ হাসান, দেবাশীষ বড়ুয়া, কিশোর দত্ত মানু, নিজাম উদ্দিন নাজু, মোহাম্মদ সরোয়ার, হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ একরাম, টুটুল, তুষার বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন