তিন পার্বত্যজেলায় সোয়া ৭ লাখ চারা বিতরণ হবে : বীর বাহাদুর

তিন পার্বত্যজেলার সোয়া ৭ লাখ চারা বিতরণ করবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বান্দরবান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তিন পার্বত্য জেলার প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মাঝে সোয়া ৭ লাখ চারা বিতরণ করা হচ্ছে। রবিবার (১৯ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে ভার্চুয়াল সভার মাধ্যমে চারা বিতরণের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ৩ পার্বত্য জেলায় প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ৭লক্ষ ২৫ হাজার চারা বিতরণ করা হবে এবং চারা রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্যের অনেকটাই উন্নয়ন হবে।

আরো পড়ুন : ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্র নয়ন বাঁচতে চায়

চারা বিতরণ অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মুখ্য নির্বাহি কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, সদস্য ক্যসাপ্রু মারমা, সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তিন পার্বত্যজেলার সোয়া ৭ লাখ চারা বিতরণ করবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

নাইক্ষ্যংছড়ি :
একই দিন বান্দরবান জেলা পরিষদের আয়োজনে নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ৫শত চারা বিতরণের ভিডিও কমফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি।

সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিতিতে ভিডিও কমফারেন্সে সংযুক্তে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক্, উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম কাজল, অর্থ-সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. আব্দু সাত্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ কবির বিন্দু, সাংগঠনিক সম্পাদক আব্দু রহমান বাপ্পী, কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমন, সাধারণ সম্পাদক মো, ফয়সাল আজাদ প্রমূখ।

আরো পড়ুন : নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল শাহীন ইকবাল

ভিডিও কমফারেন্সশেষে চারা রোপন এর ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা গ্রহণ করার মধ্যে পার্বত্য উন্নয়ন বোর্ডের আওতাধীন পাড়া কেন্দ্রে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

এদিকে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্যদের হাতে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন জেলা পরিষদের সদস্য ক্যানু ওয়ান চাক্।