করোনাকালীন শবযাত্রীর সঙ্গী দেবু সংবর্ধিত

বান্দরবান : সৎকার দাফন ও অন্তেষ্টিক্রিয়ায় আহবায়ক, করোনাকালীন শবযাত্রীর সঙ্গী করোনা যোদ্ধা দেবাশীষ পাল দেবুকে সংবর্ধনা দিয়েছে বান্দরবান করোনা স্বেচ্ছাসেবক ও বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ। দেবাশীষ পাল দেবু কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অন্যতম সঙ্গী।

আরো পড়ুন : দুর্নীতির জের : পদ ছাড়লেন স্বাস্থ্যের ডিজি
আরো পড়ুন : অপ্রীতিকর ছবি ফেসবুকে দিয়ে আটক সাবেক প্রেমিক

মঙ্গলবার (২১ জুলাই) বান্দরবান বিগ্রেডের সামনের একটি হোটেলে সীমিত পরিসরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

করোনাকালীন শেষ যাত্রায় সঙ্গী কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার।

সংবর্ধনা অনুষ্ঠানে করোনা যোদ্ধা দেবাশীষ পাল দেবু বলেন, করোনাকালীন ১৯২ জন মৃত ব্যক্তিকে সৎকার দাফন ও অন্তেষ্টিক্রিয়ায় সহায়তা প্রদান করে কোয়ান্টাম ফাউন্ডেশন। সারা দেশে প্রায় ১৩শ মানুষের শেষ যাত্রার সঙ্গী হয়ে সেবা দিতে পেরে গর্বিত এই স্বেচ্ছাসেবী সংগঠন। সব ধর্মের ধর্মীয় বিধান অনুসারে শেষ যাত্রা সম্পন্ন করা হয়।