‘শান্তি চুক্তির সুফল’ প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রাম আলোকিত বিদ্যুতের আলোয়

খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করছেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

শংকর চৌধুরী (খাগড়াছড়ি) : ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদন করেছেন। এখন সেই চুক্তির সুফল পাচ্ছে পার্বত্যবাসী। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নে শহরের চেয়ে পার্বত্যাঞ্চলও কোন অংশে পিছিয়ে নেই। বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুরণে, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়াসহ পাহাড় কি সমতলে সমান তালে উন্নয়ন অব্যাহত রয়েছে। তাই সকলকে উন্নয়ন কাজে সহযোগিতা করার আহবান জানান তিনি।

আরো পড়ুন : খাগড়াছড়িতে করোনায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার
আরো পড়ুন : বন্যা-পরবর্তী পুনর্বাসনে জোর দিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এক কোটি পঞ্চাশ লাখ টাকায় ব্যয়ে, ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত মন্ত্রীপাড়া, অমৃতপাড়া, কুমারধনপাড়া, ২নং প্রকল্প গ্রামসহ চার গ্রামের শতাধিক পরিবার
নতুন এই বিদ্যুৎ সংযোগ লাইনের আওতায় আসছে।

বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, জেলা আওয়ামীলীগ নেতা ও পাজেপ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজিৎ ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি মানিক চাকমা, ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা ও কারব্বারী পূর্ণ ভুষন ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।