যেকোনো প্রতিকূল অবস্থা মোকাবিলায় প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ঈদের আগে জঙ্গি হামলা থেকে শুরু করে অনেক ধরনের শঙ্কা থাকতে পারে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। যেকোনো ধরনের প্রতিকূল অবস্থা মোকাবিলায় তারা প্রস্তুত।’

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন : শেষ মুহুর্তে জমে উঠেছে নাইক্ষ্যংছড়ির পশুর হাট
আরো পড়ুন : দেশে ২৪ ঘণ্টায় ৩৫ মৃত্যু, শনাক্ত ২৯৬০

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে অনেক ধরনের জঙ্গি হামলা হয়েছে। জঙ্গিদের গ্রেফতার ও তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। আমরা জঙ্গিবাদকে অনেকাংশে নিয়ন্ত্রণে রেখেছি। তবে তারা তো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেই পারে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক কাজ করছে যেন তাদের চেষ্টা ব্যর্থ করে দেওয়া যায়।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা কখনোই বলিনি যে, জঙ্গিবাদ এ দেশ থেকে নির্মূল হয়েছে। তাদের আমরা নিয়ন্ত্রণে রেখেছি। কেননা, জঙ্গিবাদ শুধু এ দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। বিশ্বের বিভিন্ন দেশ এ সমস্যা মোকাবিলা করছে। তবে আমাদের দেশে তারা আর আগের মতো সুযোগ পাবে না, এ কথা আমরা নিশ্চিত করে বলতে পারি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠীগুলো কোনো উৎসবকে বেছে নেয়। সে কারণেই আমরা আগে থেকে সতর্ক ব্যবস্থা নিয়েছি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তির নিরাপত্তায় নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা যেসব তথ্য আগাম পায়, সেগুলো নিয়েই মূলত আমরা কাজ করি এবং সেভাবেই নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবারও তেমনটি করা হয়েছে। ঈদে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।’

শেয়ার করুন