চমেক ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ।

চট্টগ্রাম : চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সবাই চমেক এর শিক্ষার্থী।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে চমেক ক্যাম্পাসের আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আরো পড়ুন : চট্টগ্রামের আজমনগর বস্তিতে আগুন, ২ জনের লাশ উদ্ধার
আরো পড়ুন : জাতীয় শোক দিবসে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, চমেক ছাত্রাবাসে মারামারির ঘটনায় পর চকবাজার এলাকায় ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসক আউয়াল রাফি বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।

শেয়ার করুন