দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ নিহত

নিহত মোর্শেদা বেগম

খাগড়াছড়ি: দীঘিনালায় গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ১০ বছরের ছেলে আহত হয়েছে। নিহত মোর্শেদা বেগম (৪৫) ওই এলাকার বাসিন্দা বাবুছড়া ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেক এর স্ত্রী।

উপজেলার বাবুছড়া বাজারের কাছে গুচ্ছগ্রামে শুক্রবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে দীঘিনালার থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান।

আরো পড়ুন : চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর
আরো পড়ুন : জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি সিভাসু পরিবারের শ্রদ্ধা

এ ঘটনায় আহত মোর্শেদার ছোট ছেলে মো. আহাদকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “একদল সন্ত্রাসী আব্দুল মালেকের বাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করলে তার স্ত্রী মোর্শেদা গুলিবিদ্ধ হন। এরপর তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মোর্শেদাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার সময় হতাহতরা সবাই ঘুমিয়ে ছিলেন। বন্দুকধারীরা ফিরে যাওয়ার সময় একই গ্রামের আবুল হোসেনের বাড়িতেও এলোপাতাড়ি গুলি করে; তবে এতে কেউ হতাহত হয়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এদিকে এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) জড়িত বলে নিহতের স্বামীর অভিযোগ করলেও তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।