শোক দিবসে দুস্থদের মাঝে মৎস্যজীবী লীগের খাদ্য বিতরণ

শোক দিবসে দুস্থদের মাঝে মৎস্যজীবী লীগের খাদ্য বিতরণ

খাগড়াছড়ি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের অফিসার্সক্লাব হলরুমে, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শোক দিবসে দুস্থদের মাঝে মৎস্যজীবী লীগের খাদ্য বিতরণ

আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা সভাপতি ইমরান হোসেনের (মোল্লা মাসুদ) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ হোসেন, সহ-সভাপতি ফরিদ উজ্জামান সাধীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আক্তার হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা।

আরো পড়ুন : রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
আরো পড়ুন : জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি সিভাসু পরিবারের শ্রদ্ধা

এসময়, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খাগড়াছড়ি জেলা শাখার সর্বস্তরের নেত্রীবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন এলাকা থেকে আহত দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।