পানিবন্দী তুমব্রুর নোমেন্স ল্যান্ডের রোহিঙ্গারা

পানিবন্দী তুমব্রুর নোমেন্স ল্যান্ডের রোহিঙ্গারা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু এলাকার নোমেন্স ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গারা পানিবন্দী হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সরজমিনে ঘুরে দেখা যায়, দুইদিন ধরে প্রবল ভারি বৃষ্টি বর্ষণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম-তুমব্রু খালের পাড়ের নোমেন্স ল্যান্ডে রোহিঙ্গা ক্যাম্প। এই বসতি ক্যাম্পে প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

আরো পড়ুন : চসিক প্রকৌশলীরাই নগর উন্নয়নের কারিগর : সুজন
আরো পড়ুন : চট্টগ্রামে টানা বৃষ্টিতে বিপর্যস্থ জনজীবন

সেখানে প্রাথমিক ভাবে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থার।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রাথমিক হিসাব মতে নোমেন্স ল্যান্ডে প্রায় এক হাজার তিনশ রোহিঙ্গা পরিবারের নারী-পুরুষ ও শিশু অবস্থান করছে।

পানিবন্দী রোহিঙ্গারা জানান, এখানে খাদ্য সহায়তা মিললেও তারা বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থ নিয়ে সংকটে ভুগছেন। তারা যে ব্লকে থাকছেন, সেখানে এক হাজার পরিবারের জন্য পর্যাপ্ত সংখ্যক নলকূপ আর টয়লেট ব্যবস্থা থাকলেও এই প্রবল বৃষ্টির পানিতে ডুবে গেছে সব। দুইদিন ধরে বিশুদ্ধ পানি আর স্বাস্থ্যকর টয়লেটের অভাবে দুর্ভোগে পরেছে নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গারা।