সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮ জন নিহত ময়মনসিংহে

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮ জন নিহত

ময়মনসিংহ : ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে সড়কের পাশে পানিতে ডুবে গেলে অন্তত ৮ যাত্রী মারা গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার বাকশীবাড়ি বিরুনিয়া গ্রামের শাহজাহানের মা মিলুয়ারা বেগম (৫৫), তার স্ত্রী বেগম (৩০), মেয়ে বুলবুলি আক্তার (৭), গফরগাঁও উপজেলার বাতুরী মশাখালী এলাকার শামসুল হক (৬৫), একই উপজেলার শেখবাজার এলাকার রতনের স্ত্রী রিপা খাতুন (৩০), রতনের মা রেজিয়া খাতুন (৫৩), মশাখালী এলাকার হাফিজ উদ্দিনের স্ত্রী পারুল আক্তার (৫০) ও তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের মৃত শহর আলীর ছেলে নবী হোসেন (৩০)। তারা পরস্পর আত্মীয় বলে জানা গেছে।

আরো পড়ুন : গোসল করতে নেমে কক্সবাজার সৈকতে শিক্ষার্থী নিখোঁজ
আরো পড়ুন : বিএনপি-জামায়াতের আশ্রয়ে জঙ্গি, নির্মূল করা যাচ্ছে না : তথ্যমন্ত্রী

ফুলপুর থানা পুলিশ জানিয়েছে স্বজনের মৃত্যু সংবাদে গফরগাঁও থেকে শেরপুরের নালিতাবাড়ীতে যাওয়ার পথে ফুলপুরের বাশাঁটি এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। গুরুতর অবস্থায় এক শিশুসহ চার জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

ফুলপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। মাইক্রোবাসে থাকা আহত এক যাত্রী জানান, মাইক্রোটিতে চালকসহ তারা ১৫ জন ছিলেন।

শেয়ার করুন