মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে কর্মশালা
শিশুকে সুস্থ সবল রাখতে মায়ের দুধের কোন বিকল্প নেই

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত মাতৃদুগ্ধ সপ্তাহের মনিটরিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

চট্টগ্রাম : মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ ও মুজিব শতবর্ষ উপলক্ষে পুষ্টি মাসে মাতৃদুগ্ধ বিকল্প আইন- বিধি অবহিতকরণ এবং মনিটরিং বিষয়ক কর্মশালা চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

আরো পড়ুন : গৃহ ভাড়ার ৩ লাখ টাকা চসিক দারোয়ানের পকেটে !
আরো পড়ুন : মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. অসীম কুমার নাথ (উপ-পরিচালক), জুনিয়র ক্লিনিসিয়ান (আইপিএইচএন) ডা. মুরাদ খান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ আফতাবুল ইসলাম, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডা. উক্য উইন (ববি), সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. রোজিনা ইসলাম, গাইনী কনসালট্যান্ট ডা. রওশন আরা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামাল, ডা. নওশাদ, অতিরিক্ত পিপি এডভোকেট স্বরূপ পাল, এসএসএন আজিদা আক্তার ও স্যানিটারী ইন্সপেক্টও মাজেদা বেগম প্রমূখ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, জন্মের পর পর শিশুকে অবশ্যই বুকের শাল দুধ খাওয়াতে হবে। প্রথম ছয় মাস শিশুকে অবশ্যই বুকের দুধ দিতে হবে এবং দুই বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগ থেকে রক্ষা পাবে। দুধের বিকল্প হিসেবে বাজারে যে সকল দুধ বিক্রি হয় সেগুলো শিশুর স্বাস্থ্যের জন্য মোটেই উপকারী নয়। একজন শিশুকে সুস্থ সবল রাখতে হলে মায়ের দুধের কোন বিকল্প নেই। এজন্য মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ এবং বিধি ২০১৭ বাস্তবায়নে সকলকে সচেতন হতে হবে।

শেয়ার করুন