রেজিষ্ট্রেশন জটিলতা
ইউএসটিসির শিক্ষার্থী-অভিভাবক অনিশ্চয়তায়

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন অভিভাবক ফোরাম সদস্য সচিব ডা: রশীদ আহমেদ। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও ইউএসটিসি’র ১২শ’ শিক্ষার্থীর বিএমডিসি রেজিষ্ট্রেশন জটিলতা কাটেনি। উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক বলছেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১০ কোটি টাকা জরিমানা পরিশোধ না করে শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলছে ইউএসটিসি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ইউএসটিসি (মেডিকেল ফ্যাকাল্টি) অভিভাবক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

অভিভাবকরা অভিযোগ করে বলেন-কর্তৃপক্ষের উদাসীনতায় শিক্ষা জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রায় তিনমাস ধরে বন্ধ রয়েছে শিক্ষা এবং হাসপাতাল কার্যক্রম। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় ভুগছেন অভিভাবকরা। রয়েছে সাড়ে চারশ’ বিদেশি শিক্ষার্থীও। ফলে ইউএসটিসি কর্তৃপক্ষের একঘুঁয়েমির কারণে বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়,  ইউএসটিসি’র ২৫তম থেকে ২৯তম পর্যন্ত ৫ ব্যাচের প্রায় ১২শ’ শিক্ষার্থী বিএমডিসি রেজিষ্ট্রেশন সংক্রান্ত জটিলতায় ভুগছে। হাসপাতালসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে, ক্লাস হয় না তিন মাস। অভিভাবকরা জানান-তারা আশা করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেধে দেয়া সময়ের মধ্যেই ইউএসটিসি কর্তৃপক্ষ ১০ কোটি টাকা জরিমানা পরিশোধ করে শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন সংক্রান্ত জটিলতা দূর করতে সহায়তা করবে। কিন্তু ইউএসটিসি কর্তৃপক্ষ তা করেননি। বরং অযথা সময় ক্ষেপণ করে বেঁধে দেয়া সময়ের শেষদিন জরিমানা সংক্রান্ত বিষয়টি পুন:বিবেচনা করতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি আবেদন করেন।

অভিভাবক ফোরামের পক্ষ থেকে জানানো হয়-আমরা পরিষ্কারভাবে প্রশ্ন রাখতে চাই-মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করা হলে, তা সময় ক্ষেপণ না করে, মন্ত্রণালয় কর্তৃক বেঁধে দেয়া সময়ের প্রথম দিকে করা হলো না কেন? কর্তৃপক্ষের এমন দায়িত্ব-জ্ঞানহীন কর্মকাণ্ডের তীন্দা ও প্রতিবাদ জানিয়েছে অভিভাবক ফোরাম নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক ফোরামের সদস্য সচিব ডা: রশীদ আহমেদ। আহবায়ক সাবেক যুগ্ম সচিব এম. এ ওয়াহহাব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সাইফ উদ্দিন মাহমুদ কাতেবী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো: কুতুব উদ্দিন, মো: ইউনুস, আকতার মজিদ চৌধুরী, মো: শফিকুর রহমান, আলমগীর মো: শাহনেওয়াজ, মো: আলমগীর, মো: আলী এবং বিলকিস সুলতানা প্রমুখ।

শেয়ার করুন