মানবিক কাজে এগিয়ে আসা হোক মানবাধিকার সংগঠনের প্রত্যয়

মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম মহানগর কমিটির কর্মী সভায় বক্তব্য রাখছেন চৌধুরী হাসান মাহমুদ হাসনী

চট্টগ্রাম : চসিকের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। শুধু ফটো সেশনের কাজ না করে মানুষের জন্য প্রকৃতপক্ষে মানবিক কাজে এগিয়ে আসাই মানবাধিকার সংগঠনের প্রত্যয় হওয়া উচিত। তবেই মানবাধিকার লঙ্ঘনে জনগণ উপকৃত হবে।

মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম মহানগর কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য এ আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন : ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণ, দগ্ধ অর্ধ শতাধিক
আরো পড়ুন : অস্ত্র তৈরির ব্যারেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়িতে

নগরীর মুরাদপুরস্থ একটি হোটেলের হল রুমে সংগঠনের সভাপতি লায়ন শারমিন সুলতানা মৌ এর সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মী মাঈনুদ্দিন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ সেলিম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ জালাল ইব্রাহিম, যুগ্ম সম্পাদক মীর সালাউদ্দিন, শাহী ইমরান রাজু, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান তামীম, মহিলা সম্পাদিকা সেলিনা আকতার কেয়া, নিলুফার ইয়াসিন, সবিতা রানী বিশ্বাস, শামীম আরা খানম, রাশেদা খানম, লাবন্য, শাহনাজ বেগম, সদস্য মোহাম্মদ ছৈয়দ আকবর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন