বিদেশী অস্ত্র ফেন্সিডিলসহ ফটিকছড়ির ব্যবসায়ী আটক

বিদেশী অস্ত্র ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে আটক ফটিকছড়ির ব্যবসায়ী

চট্টগ্রাম : জেলার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা বাজার থেকে বিদেশী রিভালবারসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ১ টি চাকু ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক সন্ত্রাসী ফটিকছড়ির ভূজপুরের বড়বিল এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে মো. হাসান মিয়া(২১)। এসময় পালিয়ে গেছে তার অপর দুই সহযোগি।

আরো পড়ুন : মসজিদে এসি বিস্ফোরণ : মুসল্লিদের মৃত্যুতে আল্লামা শফীর শোক
আরো পড়ুন : বিদেশী অস্ত্র ফেন্সিডিলসহ ফটিকছড়ির ব্যবসায়ী আটক

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা দিকে র‌্যাব-৭ এর এক অভিযানে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের মিডিয়া অফিসার মোঃ মাহমুদুল হাসান মামুন সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে চাইলে ধাওয়া করে একজনকে আটক করা হয়। এসময় আরো দুইজন পালিয়ে গেছে। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে তার কোমরে বাধা ১টি বিদেশী রিভলবার. ৩ রাউন্ড গুলি, ১টি চাকু ও তার হাতে থাকা শপিং ব্যাগে ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

সীতান্তবর্তী এলাকা থেকে তারা দীর্ঘ দিন ধরে নানান কৌশলে অস্ত্র ও মাদক ব্যবসায়ী করে আসছিল।

আটক ব্যক্তিকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।