সীতাকুণ্ডে পোশাক কারখানায় আগুন, ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে

সীতাকুণ্ডে পোশাক কারখানায় আগুন, ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে

চট্টগ্রাম : সীতাকুণ্ডের কদমরসুল এলাকার ইনফিনিয়া নামের একটি পোশাক তৈরির কারখানা আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে কারখানার কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানাটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দীর্ঘ ৫ ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

শনিবার (৫ সেপ্টম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরো পড়ুন : মসজিদে এসি বিস্ফোরণ : মুসল্লিদের মৃত্যুতে আল্লামা শফীর শোক
আরো পড়ুন : বিদেশী অস্ত্র ফেন্সিডিলসহ ফটিকছড়ির ব্যবসায়ী আটক

কারখানার দায়িত্বরত কর্মকর্তা আবুল কালাম বলেন, আগুনে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। সমস্ত দামী দামী মেশিন এবং কাপড় পুড়ে ছাই হয়ে গেছে।

ফ্যাক্টরি এডমিন সাইফুল বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে_এমন ধারণা পোষণ করছেন ওই কর্মকর্তা।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে কুমিরা, সীতাকুণ্ড, আগ্রাবাদ এবং নৌবাহিনীর ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজে এগিয়ে আসে।