করোনায় মারা গেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী

মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলী।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

জিয়াউদ্দিন তারিক আলীর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরো পড়ুন : চট্টগ্রামের ১০ আড়তদারকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের
আরো পড়ুন : দইয়ের ৭ স্বাস্থ্য উপকারিতা

দুই সপ্তাহের বেশি সময় ধরে করোনা আক্রান্ত ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল তাকে।

সোমবার বিকালে তারিক আলীর মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নেয়া হয়েছে। সেখানে ট্রাস্টি ও জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদন করেছেন। আসরের নামাজের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তারেক আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তারেক আলী ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। একাত্তরের যে গানের দল ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত সেই দলের সদস্য ছিলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন দৃষ্টিনন্দন ভবনেরও সমন্বয়ক ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী।

শেয়ার করুন