নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিজিপি

ফাইল ছবি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : মরণ নেশার বড়ি ইয়াবা কেনা-বেচার লেনদেনের সূত্র ধরে বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। তাদের ধারণা ওই যুবককে আটকে রেখে মাদক বিক্রির টাকার লেনদেন বিরোধ সমাধান হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নো ম্যান্স ল্যান্ডের ৪৭নম্বর পিলার এলাকা থেকে ওই যুবককে ধরে নিয়ে যায়।

আরো পড়ুন : গুরুতর অসুস্থ অভিনয়শিল্পী সাদেক বাচ্চু
আরো পড়ুন : নতুন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের দায়িত্ব গ্রহণ

ওই যুবক নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফু্লতলী গ্রামের ৯নং ওয়ার্ডের মো. সোলেইমানের ছেলে মো. ইউছুফ (৩২)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আরেফিন কচি।

ঘটনাস্থল ও এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কিছুদিন পূর্বে জারুলিয়াছড়ি এলাকার কয়েকজন ব্যক্তিকে ইয়াবা ব্যবসায় জড়িয়ে ছিলো মিয়ানমারের আনসার সদস্যরা। তাদের সাথে লেনদেনও ছিলো। তবে ইয়াবা পাচারকারী ব্যবসায়ীরা লেন-দেন পরিশোধ না করায় এক প্রকার ক্ষুব্ধ হয়ে সাধারণ ওই যুবকে ধরে নিয়ে যায় মিয়ানমার আনসার সদস্যরা। তাদের ধারনা ওই যুবককে আটকে রেখে পাওনাদারদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে। তবে অপর একটি সূত্র বলছে, সীমান্তের গাছ কাটতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবিপি তাকে ধরে নিয়ে গেছে।

১১ বিজিবির অধিনায়ক শাহ্ আব্দুল আজিজ আহাম্মদ এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন।