কক্সবাজারে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং এফপিএবি’র উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্প কক্সবাজার সদরের খুরুশকুলে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুরুশকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. পিন্টু কান্তি ভট্টাচার্য্য, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. মোহাম্মদ রকিব উল্লাহ ও কক্সবাজার চেম্বার অ্যান্ড কমার্স সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ইকবাল চৌধুরী, ম্যানেজার এফ ফি এ বি কক্সবাজার।

অপরদিকে এদিন অভিজাত এক হোটেলে বেসরকারি সংস্থা ব্রাকের উদ্যোগে Training on CMAM শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে রিসোর্স পারসন হিসাবে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক যোগদান করেন।