ভূজপুরে নারায়ণহাটে কুশ কালাম বাহিনীর কাছে জিম্মি ৫’শ পরিবার

কুশ কালামের বিরুদ্ধে শুনানিতে সাক্ষ্য দিচ্ছেন এলাকাবাসী

এইচ.এম.সাইফুদ্দীন (চট্টগ্রাম) : ভূজপুরের সাবেক ইউপি সদস্য কুশ কালাম বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে পাচঁ শতাধিক পরিবার। এই বাহিনীর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজি, সংখ্যা লঘু উপজাতীয় পরিবারকে উচ্ছেদসহ নানা জঘন্য অপরাধের অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ভূজপুর নারায়নহাট ইউনিয়নের সাবেক সদস্য কুশ কালামের বিরুদ্ধে শুনানিতে সাক্ষ্য দেন বহু এলাকাবাসী।

আরো পড়ুন : দেশজুড়ে রোববার থেকে ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি করবে টিসিবি
আরো পড়ুন : চট্টগ্রামে পাহাড় কেটে রেললাইন নির্মাণ : ৩১ লাখ টাকা জরিমানা

এলাকাবাসীর অভিযোগ, কুশ কালামের বাড়ি শৈলকুপায় হলেও সে বাদুরখীল, আনন্দপুর গ্রামে অসামাজিক কাজ, নারী ধর্ষণ, চাঁদাবাজী করে যাচ্ছে প্রতিনিয়ত। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০১৫ সালে ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।

বাদুরখীল এলাকায় কুশ কালাম একটি বাহিনী গঠন করেন। বাহিনীর সদস্যরা হল সাহাব উদ্দিন, খুরশেদ আলম কুইস্যা, শেখ আহমদ, আজিম উদ্দিন, সালামত সওদাগর, ইউচুফ সওদাগর। তারা বাদুরখীল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।