স্বামীর ওপর হামলার বিচার চেয়েছেন ষাটোর্ধ নারী

স্বামীর ওপর হামলার বিচার চেয়েছেন ষাটোর্ধ নারী

চট্টগ্রাম : তুচ্ছ ঘটনার জের ধরে নগরীর কৈবল্যধাম আবাসিক এলাকায় এক পরিবারের ওপর হামলা চালিয়ে বাপ-ছেলেকে আহত করার ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করেছেন ষাটোর্ধ নারী রীনা দাশগুপ্ত।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান এ ভুক্তভোগী নারী।

গত ২৯ আগস্ট চালানো এই হামলায় সত্তরোর্ধ বৃদ্ধ স্বপন দাশগুপ্ত এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন : সম্রাটের বিরুদ্ধে ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগ, সিআইডির মামলা
আরো পড়ুন : চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু আর নেই

অন্যদিকে হামলাকারীরা আদালত থেকে জামিন নিয়ে মামলা তুলে নিতে আবারো প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের বিচার দাবিতে হাসপাতাল থেকে বিচারপ্রার্থী আহত স্বপন দাশগুপ্তও।

সংবাদ সম্মেলনে রীনা দাশগুপ্ত বলেন, গত ২৯ আগস্ট দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশ্ববর্তী উত্তম কুমার কর্মকারসহ আরো বেশ কয়েকজন মিলে আমার স্বামী স্বপন দাশগুপ্তকে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এরপর শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হাত ও বাম পায়ের গোড়ালি ভেঙে দেয়। এই ঘটনায় উত্তম কুমার কর্মকার ও কণিকা কর্মকারের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা করা হয়। আদালত থেকে জামিন নিয়ে মামলা তুলে নিতে আমার ছেলে জুয়েল দাশগুপ্তকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হচ্ছে। উত্তম ও তার সহযোগী সন্ত্রাসীদের ভয়ে আমার পরিবারের লোকজনের স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। আমি এই ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করছে।

শেয়ার করুন